চুয়াডাঙ্গা

গরমে দুর্বিষহ জনজীবন, পথচারীদের শরবত পান করাচ্ছে পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ০৬ জুন ২০২৩

তীব্র গরম আর ঘনঘন লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা জনজীবনে। টানা বৃষ্টিহীন সময় পার করছে উত্তরের জেলা চুয়াডাঙ্গার মানুষ। এ কারণে বাড়ছে গরমের তেজ। এমন অবস্থায় ঘরেও স্বস্তিতে থাকার সুযোগ মিলছে না। গ্রাম-শহর কোথাও নেই স্বস্তি।

ঠিক এমন সময় তৃষ্ণার্ত পথচারীদের লেবুর শরবত পান করিয়ে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করছে চুয়াডাঙ্গা পুলিশ। জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন নিজে উপস্থিত থেকে পথচারী, শিক্ষার্থী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে স্যালাইন পানি ও লেবুর শরবত পান করান।

পুলিশ সুপার মঙ্গলবার (৬ জুন) বেলা ১১টার জেলা পুলিশের উদ্যোগে চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র শহীদ হাসান চত্বরের পুলিশ বক্সের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন। সেখানে ঠান্ডা লেবুর শরবতের কনটেইনার রাখা হয়। চুয়াডাঙ্গায় তীব্র গরমে অতিষ্ঠ পথচারীদের লেবুর শরবত, খাবার স্যালাইন ও বোতলজাত বিশুদ্ধ পানি পান করিয়ে প্রশংসিতও হয়েছে জেলা পুলিশ।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন বলেন, ভূ-প্রকৃতিসহ ছয়টি কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় গরমের গরম আর শীতের সময় শীত বেশি। চুয়াডাঙ্গাতে এখন যে তাপপ্রবাহ অব্যাহত আছে সেটি এখনো পাঁচ থেকে ছয়দিন থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জেনেছি। তাই জেলা পুলিশের পক্ষ থেকে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি বলেন, পথচারীসহ সাধারণ মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্য শহরের বড়বাজারের পুলিশ বক্সের সামনে ঠান্ডা শরবত, স্যালাইন পানি পান করানো হচ্ছে। সাধারণ মানুষ চলার পথে যদি ক্লান্তিবোধ করে তারা এই শরবত ও যারা একটু অসুস্থবোধ করবেন, তারা স্যালাইন পানি পান করতে পারবেন। পাশাপাশি সুপেয় পানিও সরবরাহ করা হবে। জেলা পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল, ডিআইও-১ আলমগীর কবীর, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আবদুল আলীম ও ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ওলিউজ্জামান ওলিসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চলমান তাপপ্রবাহে জনজীবন যেমন অতিষ্ঠ, তেমনি কাজকর্মেও নেমে এসেছে স্থবিরতা। টানা ৯ দিন চুয়াডাঙ্গার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

হুসাইন মালিক/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।