রামগতি-বিবিরহাট সড়কের সংস্কার কাজের উদ্বোধন


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ১৯ মার্চ ২০১৬

অবশেষে লক্ষ্মীপুরের রামগতি-বিবিরহাট সড়কের ৮ কিলোমিটার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের এমপি আবদুল্লাহ আল মামুন শনিবার খানাখন্দে ভরা বেহাল এ সড়কটির কাজের উদ্বোধন করেন।

দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দারা সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছিল। এর সংস্কার কাজ হলে চরম ভোগান্তি থেকে মুক্তি মিলবে এ রুটে চলাচলকারী লক্ষাধিক মানুষের।

এ উপলক্ষে রামগতির বড়খেঁড়ি ইউনিয়ন পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আবদুল্লাহ আল মামুন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, বড়খেঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহিদুল ইসলাম সুমন ও ঠিকাদার আজিজুল করিম বাচ্চু প্রমুখ।

প্রসঙ্গত, সড়ক ও জনপদ বিভাগের অধীনে রামগতি-বিবিরহাট সড়কের ৮ কিলোমিটার অংশের সংস্কার কাজের জন্য ২ কোটি ৮৪ লাখ টাকা বরাদ্ধ দেয় সরকার।

কাজল কায়েস/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।