৩ মণ দুধ দিয়ে গোসল করে ৩০০ জনকে বিরিয়ানি খাওয়ালেন যুবদল নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৩

পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে দা দিয়ে নিজের হাতের একটি আঙুল কেটে ফেলেছিলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বাসিন্দা রিপন আকন্দ (২৯)। তখন প্রতিজ্ঞা করেছিলেন, তিনি এ যাত্রায় বেঁচে গেলে এক বছর চুল কাটবেন না। বছর পূর্ণ হলে চুল কেটে দুধ দিয়ে গোসল করবেন। সোমবার (১১ সেপ্টেম্বর) এ ঘটনার একবছর পূর্ণ হওয়ায় প্রতিজ্ঞা রক্ষা করেছেন ওই যুবক।

চুল কেটে তিন মণ দুধ দিয়ে গোসল করেছেন রিপন আকন্দ। তার এ কাণ্ড দেখতে ভিড় জমান বিভিন্ন বয়সী মানুষ। গোসল শেষে দেখতে আসা অন্তত ৩০০ জনের মধ্যে বিরিয়ানি বিতরণ করেন তিনি।

সোমবার উপজেলার পৌর এলাকার আব্দুল খালেক মোকসুদা উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

৩ মণ দুধ দিয়ে গোসল করে ৩০০ জনকে বিরিয়ানি খাওয়ালেন যুবদল নেতা

রিপন আকন্দ ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাইভাকুরী গ্রামের সোহরাব আলীর ছেলে। তিনি পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর যুবদলের সভাপতি প্রার্থী।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, গতবছরের ১১ সেপ্টেস্বর রিপন আকন্দ পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে দা দিয়ে নিজের কনিষ্ঠ আঙুল কেটে ফেলেছিলেন। সেদিন আঙুল কেটে গুরুতর আহত অবস্থায় তিনি প্রতিজ্ঞা করেছিলেন, যদি বেঁচে থাকেন তাহলে এক বছরের আগে তিনি আর মাথার চুল কাটবেন না। এক বছর পর চুল কেটে দুধ দিয়ে গোসল করবেন। সোমবার ওই ঘটনার এক বছর পূর্ণ হয়। সেই কথা রাখতেই সোমবার বিকেলে মাথার চুল কেটে তিন মণ দুধ দিয়ে গোসল করেন রিপন আকন্দ। শুধু তাই নয়, উপস্থিত ৩০০ জনকে বিরিয়ানি খাওয়ান তিনি।

৩ মণ দুধ দিয়ে গোসল করে ৩০০ জনকে বিরিয়ানি খাওয়ালেন যুবদল নেতা

রিপন আকন্দ বলেন, শরীরের প্রতিটি অঙ্গ আল্লাহর দেওয়া নেয়ামত। আমি সেই নেয়ামতের মর্ম বুঝতে পারিনি। আমি সবাইকে বলতে চাই, আমার মতো আর কেউ এমন ভুল করবেন না। আমার মতো যাতে আর কেউ এমন ভুল না করেন সেজন্যই আমার আজকের এ আয়োজন।

মঞ্জুরুল ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।