শর্টকাটে ক্ষমতায় যাওয়ার পথ শেখ হাসিনা খোঁজে না: পরশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০২:১৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩

নির্বাচন বাঞ্চালের কোনো ষড়যন্ত্র যুব সমাজ মেনে নেবে না। এদেশে নির্বাচন বাঞ্চালের কোনো সুযোগ নাই। যদি কেউ অসাংবিধানিক সরকার বাসানোর স্বপ্ন দেখেন তবে সেটি দিবা স্বপ্ন ছাড়া কিছু না। শেখ হাসিনার কর্মীরা প্রতিযোগীতাকে ভয় পায় না। শর্টকাটে ক্ষমতায় যাবার পথ শেখ হাসিনা খোঁজে না বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নগরীর পাঠান পাড়া শিমুল তলা মোড়ে সকাল ১০টায় রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের সম্মেলন উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, যারা ৬৪ জেলায় বোমা হামলা করেছে, মানুষের কণ্ঠরোধ করেছে, আদালত চত্বরে হামলা করেছে তারা আমাদের বলে অত্যাচারী। এটা হাস্যকর বিষয়। তারা আমাদের বিব্রত করার চেষ্টা করে যাচ্ছে। আগামী নির্বাচনেও আমরা বিএনপির কাছে পরাজিত হবো না। ভূমি খেকো, দুর্নীতিবাজ নেতার দরকার নেই।

আরও পড়ুন: সম্মেলনের ৯ মাস পর ময়মনসিংহ জেলা-মহানগর আওয়ামী লীগের কমিটি

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খাইরুজ্জামান লিটন। এছাড়া আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম ঠান্ডুসহ রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা।

সাখাওয়াত হোসেন/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।