আলফাডাঙ্গায় দুইটিতে নৌকা : ১টিতে স্বতন্ত্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ৩১ মার্চ ২০১৬

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় কোনো প্রকার সহিংসতা ছাড়াই বৃহস্পতিবার দ্বিতীয় দফায় তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন শেষে সর্বশেষ বে-সরকারিভাবে ৬নং পাচুড়িয়া ইউনিয়ানে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন এস এম মিজানুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খালিদ মোশারেফ রঞ্জু।

৫নং বানা ইউনিয়ানে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাদী হুমায়ুন কবির বাবু (নৌকা)। চশমা প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুর রহমান সাইফার।

৪নং টগরবন্দ ইউনিয়ানে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমাম হাসান শিপন চশমা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রার্থী মুন্সি মিজানুর রহমান।

এস.এম. তরুন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।