রাজবাড়ীতে চলছে বর্ষ বরণের প্রস্তুতি
`এলো এলো রে বৈশাখ এলো এলো রে বৈশাখ, গঞ্জে গ্রামে চলছে মেলা নাগরদোলা পুতুল খেলা` বাংলার এমন সব কথাকে বুকে লালন করে বাঙালির প্রাণের উৎসব বৈশাখকে বরণ করে নিতে নানা রঙের বাহারি সাজে আল্পনার সাজ-সজ্জার মাধ্যমে জেলা ও উপজেলা শহরগুলোতে চলছে বর্ষবণের প্রস্তুতি।
গোয়ালন্দ উপজেলা পহেলা বৈশাখ উদযাপন পরিষদ এর আয়োজনে এবার ভিন্নমাত্রা যোগ করবে সবার জন্য দিনব্যাপি ফ্রি পান্তা- ইলিশ খাবারের ব্যবস্থার মাধ্যমে। এখানে আনন্দ শোভাযাত্রাসহ থাকছে দিনব্যাপি নানা আয়োজন।
বৈশাখ উদযাপন পরিষদের আয়োজনে জেলা ও উপজেলার প্রতিটি স্থানে চলছে শেষ মূহূর্তের প্রস্তুতি। প্রতিটি স্থানেই আল্পনা-রং তুলির আচড়ের কাজ শেষ, চলছে স্ট্রেজ তৈরি ও দিনব্যাপি অনুষ্ঠানের রির্হাসেল।
বৈশাখ মানে ছোট-বড়, শিশু-কিশোর, যুবক-যবতী, বৃদ্ধ-বৃদ্ধার আনন্দ উল্লাসের দিন। এ দিনটির সূর্য উদয়ের পর থেকে ছোট-বড় সবাই বৈশাখী সাজে বের হতে থাকে বাড়ি থেকে। কথিত যে পান্তা-ইলিশ দিয়ে খাবার ছাড়া বৃথা এ দিনটি। তাই এর জন্য বাসা-বাড়ি, হোটেল ও ভ্রাম্যমাণ হোটেলে থাকে পান্তা-ইলিশ খাবারের ব্যবস্থা।
এছাড়াও বৈশাখকে বরণ করতে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠান। এসব অনুষ্ঠানের মধ্যে থাকবে লোকজ সংগীত, নাট্যাংশ, অষ্ট গান, দেওয়া নামানীর গান (বৃষ্টির গান), বারোমাসি গান, গম্ভীরাসহ নানান গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী পরিবেশনা।
বর্ষবরণকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। বৈশাখের হাওয়া লেগেছে শহরের মার্কেট ও মাছের বাজার এবং আর্টের দোকানগুলোতে।
রুবেলুর রহমান/এসএস/এমএস