নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে ৩ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:১১ পিএম, ০১ এপ্রিল ২০২৪

রাজবাড়ী সিভিল সার্জনের কার্যালয়ে ৩য় ও ৪র্থ শ্রেণীর নিয়োগের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টা ও প্রক্সি দেওয়ার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ এপ্রিল) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন, রাজবাড়ী বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের নতুনচর গ্রামের বেলায়েত হুসাইনের ছেলে সাইফুল ইসলাম ওরফে লিটন (৪৪), কালুখালীর বোয়ালিয়া ইউনিয়নের চর নারায়নপুর গ্রামের রহিম মণ্ডলের ছেলে আমিরুল ইসলাম (৩৯) ও বরিশালের ভোলা সদর থানার মেদুয়া গ্রামের সামছল হক খানের ছেলে আমান উল্লাহ (৩২) ।

পুলিশ জানায়, রাজবাড়ী সদর থানা পুলিশ অভিযানে শনিবার (৩০ মার্চ) অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সিভিল সার্জনের কার্যালয়ে ৩য় ও ৪র্থ শ্রেণীর (১১-২০ গ্রেড) শূন্য পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টা করে ভুয়া পরীক্ষার্থী সেজে প্রক্সি পরীক্ষা দেয় কয়েকজন যুবক।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম ওরফে লিটন, আমান উল্লাহ, আমিরুল ইসলামকে সদর থানার সিঙ্গার মোড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারদের কাছ থেকে বিভিন্ন প্রার্থীর নিকট থেকে প্রক্সি পরীক্ষা দেওয়ার জন্য নেওয়া নগদ ২৪ হাজার ৫০০ টাকা, বিভিন্ন ব্যাংকের চারটি ব্ল্যাঙ্ক চেকের পাতা এবং পরীক্ষা দেওয়ার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, তারা পরস্পর যোগসাজসে একজনের পরীক্ষা জালিয়াতির মাধ্যমে অন্য জনকে দ্বারা দিয়ে থাকেন। ইতিপূর্বেও দেশের বিভিন্ন স্থানে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে পরীক্ষা ও প্রতারণামূলকভাবে চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা আত্মসাত করেছেন।

এ বিষয়ে মুকিত সরকার জাগো নিউজকে জানান, গ্রেফতার তিন যুবকসহ মোট সাতজনের বিরুদ্ধে সদর থানায় রোববার (৩১ মার্চ) মামলা করা হয়েছে। একই দিন বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়।

রুবেলুর রহমান/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।