রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি জহুরুল সম্পাদক মতিন
রাজবাড়ী প্রেসক্লাবের দ্বি-বাষিক নির্বাচনে পুনরায় স্থানীয় দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার সম্পাদক ও চ্যানেল আই জেলা প্রতিনিধি অ্যাড. খান মোহাম্মদ জহুরুল হককে সভাপতি ও স্থানীয় দৈনিক মাতৃক্ণ্ঠ পত্রিকার সম্পাদক খোন্দকার আব্দুল মতিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সোমবার রাতে রাজবাড়ী প্রেসক্লাব ভবনে দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নিয়ে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাড. খান মোহাম্মদ জহুরুল হক এবং সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে আরটিভির জেলা প্রতিনিধি এম মনিরুজ্জামান, প্রবীণ সাংবাদিক মো, সিরাজুল আলম ভূঁইয়া, সহ-সম্পাদক পদে একুশে টিভি জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন, মানবজমিনের জেলা প্রতিনিধি মো. শহীদুল ইসলাম হিরন, অর্থ সম্পাদক পদে দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি মো. মতিউর রহমান, ক্রীড়া সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এসএ টিভি প্রতিনিধি মো. সাজিদ হোসেন নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে মিসেস হাফিজা খাতুন, অধ্যক্ষ এটিএম রফিক উদ্দিন, আবু মুসা বিশ্বাস, এম দেলোয়ার হোসেন, শ্যামল কুমার মজুমদার, কাজী আব্দুল কুদ্দুস বাবু, মো. আবুল কালাম, মিসেস কামরুন্নাহার, নূরে আলম সিদ্দিকী হক ও রিমন রহমান নির্বাচিত হয়েছেন।
রুবেলুর রহমান/বিএ