ভাঙ্গা থেকে যশোর নতুন রেললাইন চালু অক্টোবরে: রেলমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:৫১ এএম, ১৯ মে ২০২৪

ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোর নতুন রেললাইন চালু হবে অক্টোবর মাসে। ভাঙ্গার বামনকান্দা রেল জংশন আইকন আদলের টাওয়ারের কাজ শেষ হবে সেপ্টেম্বরে। আর ফরিদপুর রেলস্টেশনে চন্দনা কমিউটার ট্রেন থামানোর দাবিতে যে আন্দোলন হয়েছিল, আর আন্দোলন করতে হবে না, সেখানে অতিদ্রুত রেল স্টপেজ দেওয়া হবে।

শনিবার (১৮ মে) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেল জংশন পরিদর্শনে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেলসড়ক চালু করার সিদ্ধান্ত নেওয়া হবে। ভাঙ্গা থেকে যশোর হয়ে বেনাপোল রেলসড়কে নতুন ট্রেন দেওয়া হবে। ফরিদপুরে চন্দনা ট্রেনের থামানোর রি-শিডিউল শিগগির দেওয়া হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেলসচিব হুমায়ুন কবির, প্রকল্প পরিচালক আফজাল হোসেন, সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম কুদরত এ খোদা প্রমুখ।

এন কে বি নয়ন/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।