সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচ জন ঘটনাস্থলে এবং এক জন হাসপাতালে মারা যায়।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কেরানীহাটের পাঠানিয়ার পুল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অটোরিকশা আরোহী মোহাম্মদ শোয়েব (১৮), শামসুল আলম (৭৫), অমুল্য দাশ (৫৫), জসিম উদ্দিন (৩৫), মোহাম্মদ শাহরিয়ার (১৬) এবং মোহাম্মদ সৈয়দ (৩৫)।
সাতকানিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ হোসেন বলেন, বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানান, কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী এস আলম সার্ভিসের একটি বাস ওভারটেকিং করার সময় বিপরীতমুখী একটি সিএনজি অটোরিকশাকে মুখোমুখি ধাক্কা দেয়।এতে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার অনেকটা বাসের তলায় ঢুকে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী মারা যায়।
শামসুল আলম নামের অপর এক যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় কেরানী হাটের একটি হাসপাতালে নিয়ে আসা হলে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।