লক্ষ্মীপুরে দুই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত, আহত ১২


প্রকাশিত: ০৫:৫৮ এএম, ২৩ এপ্রিল ২০১৬

অনিয়মের অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুরের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামগঞ্জের পূর্ব বিগা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে প্রশাসন।

এদিকে, রায়পুর ও রামগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১২ জন আহত হয়েছেন। রামগঞ্জে কাঞ্চনপুরের পূর্ব বিগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে দুই মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

Lakshmipur-vot

জাল ভোট ও কেন্দ্র এলাকায় বিশৃঙ্খলা করার অভিযোগে রায়পুরের সোনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম জুসানসহ বিভিন্ন স্থান থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ।

এছাড়াও আতঙ্কের কারণে সকাল থেকে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি পুলিশ, র্যাব ও বিজিবি নির্বাচন এলাকা টহল দিচ্ছে।

কাজল কায়েস/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।