ময়মনসিংহে ১৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ, যুবক আটক
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৫০ বস্তা ভারতীয় চিনিসহ মিঠুনুর রহমান ওরফে পাপ্পু (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
মিঠুনুর রহমান নেত্রকোনার মদন উপজেলার কাপাসাটিয়া এলাকার মিজানুর রহমানের ছেলে।
এর আগে ১২ জুন সন্ধ্যায় জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি বাজার থেকে চিনিবোঝাই একটি পিকআপ জব্দ করে পাপ্পুকে আটক করা হয়।
ওসি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আঠারবাড়ি বাজার থেকে ১৫০ বস্তা চিনিবোঝাই পিকআপ জব্দ করা হয়। এসময় চালক মিঠুনুর রহমান ওরফে পাপ্পুকে আটক করা হয়। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় মামলার দিয়ে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জেআইএম