খুলনায় সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৮:১৭ এএম, ২৫ জুন ২০২৪

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) গেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে যোগিপোল ইউনিয়নের সাবেক সদস্য মো. আরিফুর রহমান (৪০) খুন হয়েছেন।

সোমবার (২৪ জুন) দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আরিফ যোগীপোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও স্থানীয় যুবলীগ নেতা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানান, আড়ংঘাটা এলাকার আমির হোসেনের ছেলে মো. আরিফুর রহমান রাত ১২টার দিকে কুয়েট গেটের পাশে একটি ড্রেনে প্রকৃতির ডাকে সাড়া দিতে বসলে মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা প্রথমে তার মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে পা দিয়ে চেপে ধরে আরও কয়েক রাউন্ড গুলি করে হত্যাকারীরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। এলাকাবাসী আরিফকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আড়ংঘাটা থানার ওসি বলেন, যুবলীগ নেতা আরিফ হোসেনের ওপর গুলিবর্ষণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। কারা কেন এবং কী কারণে আরিফের ওপর গুলি চালিয়েছে সে বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আলমগীর হান্নান/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।