লক্ষ্মীপুরে দু`জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা


প্রকাশিত: ০৩:২৬ এএম, ২৯ এপ্রিল ২০১৬

লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাজিবপুর গ্রামে মোবাইল ফোনে ঘর থেকে ডেকে নিয়ে দুই ব্যক্তিকে গুলি ও কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর ৪টার দিকে এ হত্যাকােণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- রাজিবপুর গ্রামের মৃত সেকান্তর মিয়ার ছেলে মানিক (৪৫) ও শামছুল করিমের ছেলে কামরুল ইসলাম (২৭)। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা।  

নিহত কামরুলের মামা নূর আলম ও মানিকের স্বজনেরা জানান, রাত সোয়া ১টার দিকে কে বা কারা মোবাইল ফোনে তাদের ঘর থেকে ডেকে নেয়। এরপর তারা আর ঘরে ফিরেনি। সকালে ওই গ্রামের নবী উল্যার দোকানের পাশে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন কাজল বলেন, নিহত দুইজনের শরীরে ধারালো অস্ত্রের জখম ও গুলির চিহ্ন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, নিহত দু’জনই মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি। মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটতে পারে।

কাজল কায়েস/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।