খুলনা
রং-তুলিতে নগরের দেওয়াল রাঙাচ্ছেন শিক্ষার্থীরা
খুলনায় নানা স্লোগান-বাণীতে সড়কের পাশের দেওয়ালগুলো ভরিয়ে তুলেছেন শিক্ষার্থীরা। রং-তুলির আঁচড়ে রঙিন দেওয়ালগুলো নজর কাড়ছে নগরবাসীর।
স্থানীয়রা জানান, এতদিন এসব দেয়ালে বিভিন্ন কোচিং সেন্টার, বেসরকারি সংস্থার বিজ্ঞাপন ও রাজনৈতিক দলের বিভিন্ন কর্মকাণ্ড শোভা পেয়েছে। এসব সড়ক এখন সেজে নতুন সাজে।
খুলনা রেলস্টেশনের দেওয়ালে কয়েকদিন আগেও একটি রাজনৈতিক দল পোস্টার ছিল। ৫ আগস্টের পর ছাত্রছাত্রীরা সবতুলে সেখানে লেখা শুরু করেছেন।
খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, বিএল কলেজ, কমার্স কলেজসহ খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর গত ২-৩ দিন ধরেই দেওয়াল লিখন চালিয়ে যাচ্ছেন।
নগরীর সঙ্গীতা সিনেমা হলের সামনের দোকানি আবুল বাশার বলেন, ছাত্রছাত্রীরা তাদের মনে যা আসছে তাই লিখছে। তবে তাদের লেখার মধ্যে অনেক কিছু শেখার আছে। যারা রাস্তায় চলাচল করছে তারাও এক নজর দেখে যাচ্ছে ছাত্রছাত্রীদের কর্মকাণ্ড।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক জানান, আমরা আরেকবার বিজয় অর্জন করেছি। এই বিজয়কে কোনোভাবেই হাতছাড়া হতে দেওয়া হবে না।
আলমগীর হান্নান/আরএইচ/জিকেএস