চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় ক্রমেই বাড়ছে শীতের প্রকোপ। প্রতিদিন তাপমাত্রা কমছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানায়, নভেম্বর থেকে শীত পড়া শুরু হয়েছে। এরপর থেকে তাপমাত্রা ১১-১৮ ডিগ্রি সেলসিয়াসের মাঝে ওঠানামা করছে। এর আগে শুক্রবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও রোববার ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, শীত পড়লেও সকালে সূর্য উঠছে। তবে আজ কুয়াশা ও নিম্নচাপের কারণে আকাশ মেঘলা। আগামী কালও এরকম থাকতে পারে। কয়েকদিনের মধ্যে শৈত্যপ্রবাহ শুরু হবার সম্ভাবনা আছে। তখন তাপমাত্রা আরও কমে ১০ ডিগ্রির নিচে নামতে পারে।

দিনমজুর আব্বাস মিয়া বলেন, এ অগ্রহায়ণে এতো শীত। তাহলে তো পৌষ ও মাঘ মাসে আরও তীব্র শীত পড়বে। আমরা তো কোনো কাজ করতে পারবো না। সংসার চালাবো কিভাবে। এখনই চিন্তা হচ্ছে।

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস

রিকশাচালক লিয়াকত বলেন, প্রচণ্ড শীতে কোনো যাত্রী পাবো না। আবার কোনো জনপ্রতিনিধিও এখন নেই। খুব চিন্তায় আছি।

২০১৩ সালের জানুয়ারি মাসে ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়, যা গত ৩৫ বছরের মধ্যে সর্বনিম্ন। আর গত শীত মৌসুমেও সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যেটা ২০২৩ সালের জানুয়ারিতে রেকর্ড করে আবহাওয়া অফিস।

হুসাইন মালিক/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।