নবীনগরে ছুরিকাঘাতে প্রবাসীর স্ত্রীকে হত্যা


প্রকাশিত: ০৫:২৯ এএম, ১৫ মে ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রিনা আক্তার (৩৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল ৯টার দিকে নিহতের স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রিনা উপজেলার রতনপুর ইউনিয়নের বাজেবিশারা গ্রামের দানেশ মিয়ার স্ত্রী ও দুই সন্তানের জননী ছিলেন। দানেশ বর্তমানে কুয়েত প্রবাসী।

রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন জাগো নিউজকে জানান, শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কুয়েত প্রবাসী দানেশ মিয়ার ঘরে প্রবেশ করে তার স্ত্রী রিনাকে গলায় আঘাত করে পালিয়ে যায়। পরে ভোরে তার ভাসুর ঘরে মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি আমাকে জানালে স্থানীয় সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে খবর দেয়া হয়।

সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।