কর্মীদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন


প্রকাশিত: ০৯:২৩ এএম, ১৭ মে ২০১৬

আগামী ২৮ মে অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলামের কর্মী-সমর্থকদের নানাভাবে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মনিরুল ইসলাম।

লিখিত বক্তব্যে মো. মনিরুল ইসলাম বলেন, তালশহর পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমিসহ আওয়ামী লীগ ও বিএনপির মোট চারজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। তবে ইউনিয়নের সাতটি গ্রামের সাধারণ ভোটাররা আমাকে সমর্থন দিয়েছেন। সঙ্গত কারণে নির্বাচনী মাঠে আমার অবস্থান ভালো হওয়ায় প্রতিদ্বন্দ্বী বাকি তিন প্রার্থী আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে আমার কর্মী-সমর্থকদের নানাভাবে হয়রানি করার কৌশল অবলম্বন করেছেন।

তিনি বলেন, গত ১৫ মে স্থানীয় সোনাসার গ্রামের একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে আমার কর্মীকে গ্রেফতার করে পুলিশ। গত ১৬ মে বিকেলে মোহনপুর গ্রামের আমার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি উঠান বৈঠক করার জন্য লোকজন জড় হলে পুলিশ ওই উঠান বৈঠকে বাধা দেয়।

কর্মী-সমর্থকদের অযথা হয়রানি বন্ধের দাবি জানিয়ে তিনি আরও বলেন, যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হয় তাহলে তালশহর পূর্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।

সংবাদ সম্মেলনে তালশহর পূর্ব ইউনিয়নের বয়োজ্যেষ্ঠরা ছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।