২৫ উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিলো আইবিটিআরএ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২০ জুন ২০২৫

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) ইসলামী ব্যাংক একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সমাপনী অনুষ্ঠান হয়।

ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ উদ্যোগে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সেইফ) প্রকল্পের আওতায় প্রথম ব্যাচে ২৫ জন উদ্যোক্তা এতে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও আইবিটিআরএর মহাপরিচালক কে.এম. মুনিরুল আলম আল-মামুন।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হুসাইন ও যুগ্ম পরিচালক নূরুল কাওসার সাঈফ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান মিজি এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ মিয়া।

এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।