এসএমই খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান অর্থ উপদেষ্টার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৭ পিএম, ০২ জুলাই ২০২৫
অ্যাওয়ার্ড প্রধান অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (২ জুলাই) রাজধানীতে এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ড. সালেহউদ্দিন বলেন, এসএমই খাতে অর্থায়ন এখনো বড় চ্যালেঞ্জ। উদ্যোক্তাদের ব্যাংক ঋণ পেতে নানা ভোগান্তির মুখে পড়তে হয়, যদিও তাদের ঋণ পরিশোধের হার ভালো।

তিনি বলেন, এ খাতের উন্নয়নে প্রযুক্তিনির্ভরতা বাড়াতে হবে। এজন্য ব্যাংকার ও নীতিনির্ধারকদের আরও সক্রিয় হতে হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বিত সহায়তার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

এসএমই উদ্যোক্তাদের তথ্যভান্ডার (ডাটাবেজ) দ্রুত ডিজিটালাইজ করার ওপর গুরুত্ব আরোপ করে অর্থ উপদেষ্টা বলেন, হার্ডকপি তথ্য দিয়ে আর হবে না, দ্রুত ডিজিটাল ডাটাবেজ গড়ে তুলতে হবে। এসএমই খাত ভালো করলে পুরো অর্থনীতিতেই ইতিবাচক প্রভাব পড়বে।

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা আরও বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ব্যাংক খাতের বড় সংস্কারগুলো সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, এনবিআরের বিভক্তি সংক্রান্ত জটিলতার কারণে কিস্তি ছাড়ের বৈঠক পিছিয়ে গেছে। এনবিআর চেয়ারম্যানের পাঠানো চিঠিকে আমলে না নেওয়ায় তাকে ব্যাখ্যা দিতে হয়েছে বলেও জানান তিনি।

ড. সালেহউদ্দিন বলেন, অর্থনীতিতে মাঝারি শিল্পের অবদান অনেক। শুধু স্বল্পোন্নত নয়, উন্নত দেশেও এসএমই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রযুক্তির মাধ্যমে এসএমইকে আধুনিকায়ন করতে হবে। বিশেষ করে নারী ক্ষমতায়নে এই খাতের অবদান সর্বাধিক।

তিনি আবারও এসএমই খাতের উন্নয়নে নীতিনির্ধারক ও ব্যাংকারদের যথাযথ নীতি সমন্বয়ের আহ্বান জানান।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসাফিকুর রহমান সভাপতিত্বে এবং ইআরএফ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা, এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় এসএমই ফাউন্ডেশন অন্যান্য কর্মকর্তা ও ইআরএফের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক নাজমুল হুসাইনসহ ২১ জন সাংবাদিককে ‘এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান করা হয়।

ইএআর/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।