বুধবার ডিএসইতে শীর্ষ দশ লুজারের তালিকা


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৭ জানুয়ারি ২০১৫

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমায় শীর্ষ দশ কোম্পানির তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে পাট (জুট) খাতের প্রতিষ্ঠান নর্দান জুট মেনুফ্যাকচারিং লিমিটেড।

এদিন কোম্পানিটির শেয়ার দর কমেছে ৮ দশমিক ২৯ শতাংশ বা ২২ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যনুযায়ী, দর কমার তালিকায় অন্য কোম্পানিগুলো যথাক্রমে- আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফাণ্ডের দর কমেছে ৫ দশমিক ৪৮ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪ দশমিক ৮২ শতাংশ, হাক্কানী পাল্প ও পেপার মিলসের ৩ দশমিক ৯৬ শতাংশ, আইসিবি ইসলামি ব্যাংকের ৩ দশমিক ৭ শতাংশ, রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি ৩ দশমিক ৫৫ শতাংশ, কাসেম ড্রাইসেলের ৩ দশমিক শূন্য ১ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের ২ দশমিক ৮৪ শতাংশ ফার্মা এইডসের ২ দশমিক ৮২ শতাংশ এবং কেয়া কসমেটিক্স লিমিটেডের ২ দশমিক ৫৪।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।