অবরোধের প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধে প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজি, মাছের পাশাপাশি বেড়েছে ডাল, সয়াবিন তেল ও পিয়াজ রসুনের দাম।
টানা অবরোধে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দার বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা, কেজিপ্রতি আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকায়। দেশি পেঁয়াজ ২ থেকে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৬-৪০ টাকা এছাড়াও শীতকালীন শিম, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ বেশিরভাগ সবজির দাম কেজিপ্রতি ২ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে।
প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা দরে। এছাড়াও করলা ৪০-৪৬, বরবটি ৩২, পেঁপে ১৫, প্রতিটি লাউ ৫০-৬০, টমেটো প্রকার বেধে ২৪-৩২, শসা ২৪-৩২ টাকা ও গাজর ৩৬-৪০ টাকা, প্রতি আঁটি পালং শাক ৫ টাকা, লাউ শাক ২০-২৫ টাকা, লালশাক ৫ টাকা, প্রতি হালি লেবু ২০-২৫ টাকা ও কাঁচাকলা হালি ২০-২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়াও প্রতি কেজি শিম প্রকার বেধে ২৪-৪০ টাকা, প্রতি পিছ ফুলকপি ১০-২৫ ও বাঁধা কপি ১৫-৩০ বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির লাল ডিম ৩০-৩২ টাকা এবং হাঁসের ডিম ৩৬-৪০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।
খুচরা বাজারে কেজি প্রতি ৫ টাকা বেড়েছে মসুর ডালের দাম। মাঝারি দানার তুরস্কের মসুর ডাল প্রতি কেজি বিক্রি হয়েছে ৯৫ থেকে ১০০ টাকায়। দেশী মসুর ডাল ১১০ থেকে ১১৫ ও নেপালি কেঙ্গারু মসুর ১১৫ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে মাংসের বাজারে ঘুরে দেখা গেছে, গরু, খাসির মাংস ও মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা আর লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ১৬০-১৬৫ টাকায়। গরুর মাংস ৩০০ টাকা এবং খাসির মাংস ৫০০-৫৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
শুক্রবার সকালে প্রতি কেজি দেশি রসুন ১০০ টাকা, একদানা রসুন ১৪০-১৬০ টাকা ও চায়না রসুন ৮০-৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। দেশি আদা ১০০-১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিন প্রতি কেজি খোলা চিনি ৪৬-৪৭ টাকা, প্যাকেট চিনি ৫০ টাকা, আটা ৩২ টাকা এবং প্রতি লিটার খোলা সয়াবিন তেল ৯২-৯৫ দরে বিক্রি হতে দেখা গেছে। বোতল জাত তেল লিটার ১০৫ থেকে ১১০ টাকা।
মাছ বাজার বিক্রেতারা জানান, টানা অবোরধে বহন খরচ বেশি পাশাপাশি সরবারহ কম থাকায় বেড়েছে সব ধরনের মাছের দাম।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি তেলাপিয়া ১৬০-২০০, শৌল মাছ ৩৫০-৪০০, চাষের কৈ ২০০-২২০, দেশি কৈ ৩০০-৪০০, মলা মাছ ৪০০-৪৫০, পাঙ্গাস ১০০-১২০, ছোট ফলি ২৫০-৩৫০, পাবদা ৫০০-৭০০, চায়না পুটি ১৪০-১৬০, রুই ১৮০-২৬০ টাকা, কাতল ২০০-৩৫০ টাকা, চিংড়ি দেশি ৭০০, শিং মাছ ৫০০-৬৫০, দেশি মাগুর ৬০০-৭০০ টাকা ও ৭’শ গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকায়।
টানা অবোরধে এখনো চাল, আট-ময়দা ও চিনির দামে প্রভাব পড়েনি, তবে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এসব পণ্যেও দাম বাড়ার আশঙ্কা করছেন।