আসছে বুধবার নতুন মুদ্রানীতি
চলতি অর্থ বছরের (২০১৪-১৫) দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি বুধবার ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারি মুখপাত্র এএফএম আসাদুজ্জামান জাগোনিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জাগোনিউজকে বলেন, বুধবার বাংলাদেশ ব্যাংকের সহকারি মুখপাত্র এএফএম আসাদুজ্জামান নতুন এই মুদ্রানীতি ঘোষণা করবেন। অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি ও ব্যাংকিংকে প্রাধান্য দিয়ে চলতি অর্থবছরের শেষার্ধের মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ঘোষিত ঋণ প্রবৃদ্ধি অর্জন না হওয়ায় পূর্বঘোষিত ঋণ প্রবৃদ্ধি অপরিবর্তিত রেখে নতুন করে এ উদ্যোগ নিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।
জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের জন্য ঘোষিত মুদ্রানীতিতে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতের ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয় ১৪ শতাংশ। তবে বিদেশী ঋণকে যুক্ত করে তা সাড়ে ১৬ শতাংশ করা হয়। কিন্তু নভেম্বর পর্যন্ত ঋণ প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৬৭ শতাংশ। ডিসেম্বরের হিসাবে তা সর্বোচ্চ ১৩ শতাংশ হতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। তাই ঘোষিত ঋণ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অনেকটা অপরিবর্তিত রেখেই মুদ্রানীতি ঘোষণার কাজ চলছে।
-এসএ, এএইচ