ডিএসইতে পিই রেশিও কমেছে ২ শতাংশ
সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে ২ দশমিক শূন্য ২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আগের সপ্তাহের তুলনায় ডিএসইতে পিই রেশিও কমেছে ২ দশমিক শূন্য ২ শতাংশ বা দশমিক ৩৫ পয়েন্টে। আগের সপ্তাহে এই পিই রেশিও ছিল ১৭ দশমিক ৫৩ পয়েন্ট।
বিশ্লেষকদের মতে, গত সপ্তাহে টানা দরপতনে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। এতে পিই রেশিও কমে গেছে। তবে পিই রেশিও ১৫ ঘরে থাকলে বিনিয়োগ নিরাপদ বলে মনে করেন তারা।
এসআই/আরএস/আরআই