ইটভাটার পুনঃঅর্থায়নের সময় বাড়লো


প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০৭ মে ২০১৫

পরিবেশবান্ধব ইটভাটার চুল্লি স্থাপন ও পরিবর্তনে পুনঃঅর্থায়ন তহবিলের সময় ১৮ মাস বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ঋণ গ্রহীতারা সাত বছরের পরিবর্তে ঋণ ফেরতের সময় পাবে আট বছর ছয় মাস।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর ডিপার্টমেন্ট এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৮ মাস ব্যতীত সর্বোচ্চ সাত বছর অর্থাৎ রেয়াতী সময়সহ প্রদত্ত ঋণের মেয়াদ হবে আট বছর ছয় মাস।

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান (পিএফআই) ইতোমধ্যে সম্পাদিত হয়েছে তাদের সব অংশগ্রহণ চুক্তিপত্র পরিবর্তিত প্রজ্ঞাপন অনুসারে সংযোজিত ও সংশোধিত হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

উল্লেখ্য, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় পরিবেশবান্ধব ইটভাটার চুল্লি স্থাপন ও পরিবর্তনে পাঁচ কোটি ডলার সমমূল্যের একটি পুনঃঅর্থায়ন তহবিল চালু করে বাংলাদেশ ব্যাংক।

এ তহবিল থেকে একক প্রকল্পে সর্বোচ্চ ৫০ লাখ ডলার সমমূল্যের ঋণ সহায়তা নিতে পারবেন গ্রাহক।

এসআই/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।