আমান ফিডের আইপিও আবেদন ২৫ মে


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১৫ মে ২০১৫

প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) অনুমোদন পাওয়া আমান ফিড লিমিটেডের আবেদন গ্রহণ ২৫ মে থেকে শুরু হবে। চলবে ২ জুন পর্যন্ত। আমান ফিডের আইপিওর চাঁদা শুধু ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে জমা নেওয়া হবে। আর এর মধ্য দিয়ে ব্যাংকের মাধ্যমে আইপি আবেদনের চাঁদা প্রদান সম্পূর্ণ বন্ধ হচ্ছে।

আমান ফিড প্রতিটি সাধারণ শেয়ারের অভিহিত মূল্য (ফেসভ্যালু) ১০ টাকার সঙ্গে অতিরিক্ত ২৬ টাকা প্রিমিয়াম নেবে। সব মিলিয়ে প্রতিটি সাধারণ শেয়ারের ইস্যু মুল্য ৩৬ টাকা। ২০০ শেয়ারের মার্কেট লট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ একটি আইপিওতে প্রযোজন হবে ৭ হাজার ২০০ টাকা।

খাদ্য ও আনুষঙ্গিক খাতের এ প্রতিষ্ঠানটি আইপিওর মাধ্যমে দুই কোটি সাধারণ শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ৭২ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত টাকা ব্যবসায় সম্প্রসারণ, দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ, চলতি মূলধন ও প্রাথমিক গণপ্রস্তাবের খরচে ব্যয় করবে।

উত্তোলিত টাকার ৪৮ দশমিক ৬১ শতাংশ বা ৩৫ কোটি টাকা ব্যবসা সম্প্রসারণে ব্যয় করবে। আর দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধে ব্যয় করবে ৭ দশমিক শূন্য ২ শতাংশ বা ৫ কোটি ৫ লাখ ৩৮ হাজার ৬৩৩ টাকা, চলতি মূলধনে ৪১ দশমিক ৫৫ শতাংশ বা ৩৯ কোটি ৯১ লাখ ৭৬ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচে ২ দশমিক ৮২ শতাংশ বা ২ কোটি ২৮ লাখ ৪ হাজার ৫০০ টাকা  ব্যয় করবে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আমান ফিডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৯৭ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০ টাকা ৭৭ পয়সা। কোম্পানির পরিশোধিত মূলধন (পেইড-আপ ক্যাপিটাল) রয়েছে ৮০ কোটি টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানি সূত্রে জানা গেছে, আমান ফিড ২০০৬ সালে বাণিজ্যিক উৎপাদনে যায়। পোলট্রি, মাছ ও গো-খাদ্য উৎপাদন ও বাজারজাত করে কোম্পানিটি।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবস্থিত কারখানা থেকে প্রতি মাসে ছয় হাজার টন ফিড প্রস্তুত করতে সক্ষম কোম্পানিটি। উৎপাদিত পণ্য বিক্রির জন্য সারাদেশে তাদের দুই শতাধিক ডিলার রয়েছে।

এসআই/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।