রাজধানীতে গৃহায়ণ অর্থায়ন মেলা অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২৩ আগস্ট ২০১৭

রাজধানীতে গৃহায়ণ অর্থায়ন মেলা হবে আগামী অক্টোবর মাসে। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে তিনদিনব্যাপী (১৯-২১ অক্টোবর) এ মেলা বসছে।

মেলার আয়োজন করছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। আবাসন খাত সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান, রিয়েল এস্টেট, আবাসন সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ মোট ৮২ কোম্পানি মেলায় অংশ নিচ্ছে।

বুধবার রাজধানীর পুরানো পল্টনে বিএইচবিএফসি ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী।

তিনি বলেন, গৃহায়ণ খাত সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে এক ছাদের নিচে এনে দেশি-বিদেশি বিনিয়োগের বিপুল সম্ভবনা সৃষ্টির উদ্দেশে গৃহায়ণ অর্থায়ন মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় ফ্ল্যাট বা বাড়ি নির্মাণের সব সেবা পাবেন গ্রাহকরা।

রাজধানীর হোটেল সোনারগাঁয়ে মেলার উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

মেলায় সার্বিক সহযোগিতা প্রদান করবে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সার্বিক ব্যবস্থাপনা থাকবে গ্রীনবিজ অ্যাড পয়েন্ট।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রিহ্যাব সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, বিএইচবিএফসির মহাব্যবস্থাপক ড. দৌলতুন্নাহার খানম, মো. জাহিদুল হক প্রমুখ।

এমএ/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।