ইউনিলিভারের নতুন সিইও কেদার লেলে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ০৮ মার্চ ২০১৮

ইউনিলিভার বাংলাদেশ এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কেদার লেলে। বুধবার রাজধানীর এক হোটেলে কেদার লেলেকে অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাগত জানানো হয়।

কামরান বকর ক্যারিয়ারের দীর্ঘ ২৭ বছর ইউনিলিভার বাংলাদেশের সঙ্গে কাজ করেছেন। এখন থেকে তিনি প্রতিষ্ঠানটির নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি, বহুজাতিক ও উন্নয়ন সংস্থা, বিদেশি দূতাবাস এবং মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। ইন্ডিয়ান স্কুল অব বিজনেস (আইএসবি) থেকে এমবিএ পাশ করা কেদার লেলের বিজ্ঞাপন, ইন্টারনেট ব্যবসা, দ্রুত বর্ধনশীল, পণ্য বিক্রয় ও বিপণনে দীর্ঘ ১৯ বছরের অভিজ্ঞতা রয়েছে।

এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।