করোনায় আক্রান্ত বিএইচবিএফসির এমডি দেবাশীষ চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেবাশীষ চক্রবর্তী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বিএইচবিএফসির জনসংযোগ কর্মকর্তা (উপ- মহাব্যবস্থাপক) জেড. এম. হাফিজুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনার উপসর্গ দেখা দিলে কোভিড-১৯ টেস্ট করেন দেবাশীষ চক্রবর্ত্তী। এরপর গত শুক্রবার তার টেস্টের রেজাল্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

দেবাশীষ চক্রবর্ত্তী বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে কর্মরত রয়েছেন। এর পূর্বে তিনি রূপালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

১৯৯৫ সালে তিনি বিএইচবিএফসিতে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে তিনি একই প্রতিষ্ঠানে উপ-মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন। এরপর তিনি মহাব্যবস্থাপক হিসেবে ২০১১ সালের ২১ মার্চ পদোন্নতি পেয়ে রূপালী ব্যাংক লিমিটেডে যোগদান করেন। পরবর্তীতে রূপালী ব্যাংকে তিনি ২০১৫ সালের ১৮ জানুয়ারি উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান।

এমইউএইচ/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।