বিপিজিএমইএ’র নতুন সভাপতি সামিম আহমেদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ২৭ মার্চ ২০২১

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি পদে সামিম আহমেদ নির্বাচিত হয়েছেন।

সিনিয়র সহ-সভাপতি হয়েছে গিয়াসউদ্দিন আহমেদ। আর সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কে এম ইকবাল হোসেন এবং কাজী আনোয়ারুল হক।

শনিবার (২৭ মার্চ) অ্যাসোসিয়েশনের পল্টনস্থ প্রধান কার্যালয়ে বিপিজিএমইএ’র পরিচালনা পরিষদের (২০২১-২০২২ সেশন) অফিস বেয়ারার্স নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এ ফল ঘোষণা করেন।

২১ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ :

সামিম আহমেদ, গিয়াসউদ্দিন আহমেদ, কে এম ইকবাল হোসেন, কাজী আনোয়ারুল হক, মো. জসিম উদ্দিন, মো. ইউসুফ আশরাফ, ফেরদৌস ওয়াহেদ, শাহেদুল ইসলাম হেলাল, মোসাদ্দেকুর রহমান নান্নু, হুমায়ুন কবির বাবলু, মো. গোলাম কিবরিয়া, মো. ইয়াকুব, নুর আলম বাচ্চু, রিয়াদ মাহমুদ, এ টি এম সাঈদুর রহমান বুলবুল, মো. শাহজাহান, তোফায়েল কবির খান, মো. খোরশেদ আলম, এনামুল হক, আমান উল্ল্যাহ, মো. আব্দুর রশিদ ভূঁইয়া ।

উপরোল্লিখিত নবনির্বাচিত পরিচালনা পরিষদ আগামী এক বছর অ্যাসোসিয়েশনকে নেতৃত্ব দেবেন।

ইএআর/জেডএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।