গ্রামীনফোনের সঙ্গে আমিন মোহাম্মদ গ্রুপের চুক্তি নবায়ন


প্রকাশিত: ১১:০২ এএম, ১৬ নভেম্বর ২০১৪

আমিন মোহাম্মদ গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান- আমিন মোহাম্মদ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড গ্রামীণফোনের সাথে তাদের বিজনেস সলিউশন চুক্তি দুই বছরের জন্য নবায়ন করেছে।

রোববার আমিন মোহাম্মদ গ্রুপের পরিচালক মোঃ রমজানুল হক নাহিদ এবং গ্রামীণফোনের হেড অফ ডাইরেক্ট সেলস সাজ্জাদ আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আমিন মোহাম্মদ গ্রুপের পরিচালক এইচআর আবদুস সালাম ভূইয়া এবং গ্রামীণফোনের হেড অফ বিজনেস সেলস ঢাকা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।