বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে সোনালী পেপার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ০৭ জানুয়ারি ২০২২

গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ স্থানটি দখল করেছে সোনালী পেপার। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটি।

গেল সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ২০ দশমিক ৫৩ শতাংশ। টাকার অংকে প্রতিটি শেয়ারের দাম কমেছে ১৯৬ টাকা ৬০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ৭৬১ টাকা ১০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৯৫৭ টাকা ৭০ পয়সা।

অবশ্য এ দাম কমার আগে কোম্পানিটির শেয়ার দাম প্রায় টানা ছয় মাস ধরে বাড়ে। গত বছরের ২৭ জুন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ১৯৭ টাকা ৪০ পয়সা। এখান থেকে বাড়তে বাড়তে ৩০ ডিসেম্বর ৯৫৭ টাকা ৭০ পয়সায় উঠে। অর্থাৎ ছয় মাসের মধ্যে কোম্পানিটির শেয়ার দাম বাড়ে ৩৮৫ দশমিক ১৬ শতাংশ।

কোম্পানিটি সম্প্রতি চলমান হিসাব বছরের প্রথম প্রান্তিকের (২০২১ সালের জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় ৯৫৭ শতাংশ বেড়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর এ তিন মাসের ব্যবসায় কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৬ টাকা ৬৬ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল মাত্র ৬৩ পয়সা।

এদিকে দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৫ কোটি ২৪ লাখ ৩১ হাজার টাকা। এতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ১৭ কোটি ৪ লাখ ৮৬ হাজার টাকা।

সোনালী পেপারের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল এটলাস বাংলাদেশ। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৪ দশমিক ২৪ শতাংশ। ৯ দশমিক ৯১ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স।

এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- এএমসিএল প্রাণের ৯ দশমিক ২০ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৮ দশমিক ৬৮ শতাংশ, লিবরা ইনফিউশনের ৮ দশমিক ১২ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৮২ শতাংশ, আইবিবিএল মুদারাবা পারপিচুয়াল বন্ডের ৬ দশমিক ৩৯ শতংশ, বাটা সু’র ৬ দশমিক ২৫ শতাংশ এবং বিচ হ্যাচারির ৬ দশমিক ১২ শতাংশ দাম কমেছে।

এমএএস/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।