ড. ইউনূসের ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪০ এএম, ২৪ জানুয়ারি ২০২২
নোবেল জয়ী অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস/ফাইল ছবি

অডিও শুনুন

নোবেল জয়ী অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের ক্রেডিট কার্ডের লেনদেনসহ সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

গত বৃহস্পতিবার তার ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে প্রতিটি ব্যাংকের কাছে চিঠি পাঠায় বিএফআইইউ। আগামীকাল মঙ্গলবারের (২৫ জানুয়ারি) মধ্যে বিএফআইইউকে ড. ইউনূসের ব্যাংক লেনদেনের যেকোনো ধরনের রেকর্ড পাঠাতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব প্রয়োজনে এই তথ্য চাওয়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। এর আগে ২০১৬ সালেও নোবেল জয়ী ড. ইউনূস ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য নেয় বাংলাদেশ ব্যাংক। একই সময়ে সব ধরনের লেনদেনের জানতে চেয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ইএআর/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।