সিএসআরকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে


প্রকাশিত: ০৮:৪০ এএম, ২৯ নভেম্বর ২০১৪

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, করপোরেট সামাজিক দায়বদ্ধতাকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়া হয়েছে। একই সঙ্গে, গ্রিন ব্যাংকিং ও পরিবেশ বান্ধব বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আর এটা সম্ভব হয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের কারণে। বাংলাদেশ ব্যাংক এদিকে নজর দিয়েছে।

শুক্রবার দুপুরে বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমিতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নর। এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সূর চৌধুরি, সিরডাপের মহাপরিচালক ড. সিসেপ ইফেনডি। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক প্রতিষ্ঠান এসআর এশিয়ার আবাসিক পরিচালক সুমাইয়া রশিদ।

আতিউর রহমান বলেন, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ক্ষুদ্র ও মাঝারি খাতকে গুরুত্ব দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে এসব খাতে অর্থায়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করা হচ্ছে।

তিনি বলেন, আর্থিক অন্তর্ভূক্তিমূলক কার্যক্রমকে টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি খাতকে গুরুত্ব দিতে হবে। মনে রাখতে হবে, আমাদের উৎপাদনশীল খাতের বড় অংশ দখল করে আছে ক্ষুদ্র ও মাঝারি খাত।

এসআর এশিয়ার আয়োজনে দুইদিন ব্যাপী এই সম্মেলনে দেশি ও বেদেশি সংশ্লিষ্টরা অংশ নেবেন। কয়েকটি পর্বে সেমিনারের বিভিন্ন খাতের ব্যক্তিরা আলোচনায় অংশ নেবেন। শনিবার এর সমাপনী দিন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।