কৃষিখাতে দক্ষ জনবল তৈরির তাগিদ কৃষিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ১২ মার্চ ২০২৩

কৃষিখাতে দক্ষ জনবল তৈরি করার তাগিদ দিয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দক্ষ জনবলই কৃষিখাতকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারে। রোববার (১২ মার্চ) আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩’ সম্মেলনের দ্বিতীয় দিনে টুয়ার্ডস অ্যা গ্লোবালি কমপিটিটিভ এগ্রি বিজনেস সেক্টর: ইমপেয়ারিং অপরচুনিটি ইন এগ্রো ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট শীর্ষক সেশনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দক্ষ জনবল তৈরি করা গেলে কৃষিখাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। বর্তমান সরকার কৃষিকে অগ্রাধিকার দিয়ে সব ধরনের কর্মকাণ্ড পরিচালিত করে আসছে, এর লক্ষ্যে কৃষিকে এগিয়ে নেওয়া।

আব্দুর রাজ্জাক বলেন, কৃষকরা তাদের শ্রম দিয়ে কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের মাটিতে এখন ড্রাগন, স্ট্রবেরি প্রচুর পরিমাণে চাষ হচ্ছে, এটাই হচ্ছে আধুনিক কৃষি। আধুনিক কৃষিতেও আমাদের গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।

আরও পড়ুন: প্রাণ-আরএফএল পণ্যের প্রশংসা করলেন বিদেশি ডেলিগেটরা

তিনি বলেন, একসময় একটি গরু থেকে এক দুই কেজি দুধ হতো, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় এখন একজন গরুর খামারি একটি গরু থেকে ১৫/২০ লিটারের বেশি দুধ পায়। একইভাবে কৃষি ক্ষেত্রে আধুনিকতার ব্যবহার আরও বাড়াতে হবে। তাহলে আমরা কৃষিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো।

jagonews24

তিনি বলেন, আমাদের দেশের কৃষিতে অনেক সুযোগ রয়েছে। কৃষির মাধ্যমেই আরও অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। বাংলাদেশের আবহাওয়া কৃষিবান্ধব। বর্তমানে রাজনৈতিক স্থিতিশীলতাও বিরাজ করছে। ভারতের সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগের অবকাঠামো গত উন্নয়ন হওয়া ও ব্যবসা বান্ধব পরিবেশ থাকায় বাংলাদেশের কৃষিতে বিনিয়োগ করার অনেক সুযোগ রয়েছে। এই খাতকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আরও পড়ুন: ঋণের সুদহারে পরিবর্তনের ইঙ্গিত দিলেন গভর্নর 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ রবার্ট সিম্পসনের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন, এসিআই এগ্রো ডিভিশনের এমডি এফ এইচ আনছারি, নেসলে বাংলাদেশের সিইও জাবেদ আক্তার, এগ্রো পেপসিকো পরিচালক আনুকুল জসি, অর্থনীতির অধ্যাপক পিরি ফাইলার, এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী, এফবিসিআই সাবেক সভাপতি নাছির হোসাইন প্রমুখ।

এসএম/জেএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।