ক্রেতাদের সুবিধার্থে কেটে তরমুজ বিক্রি করবে ‘স্বপ্ন’

শুরু হয়েছে তরমুজের মৌসুম। পাশাপাশি দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। স্বাভাবিকভাবেই রমজানে বেড়ে যায় ফলের চাহিদা। রসালো ফল হিসেবে তরমুজের চাহিদা থাকে তুঙ্গে। তবে বড় আকারের একটি তরমুজের দাম বেশি হওয়ায় অনেকের পক্ষেই তা কেনা সম্ভব হয়ে ওঠে না।
এসব বিষয় মাথায় রেখে টুকরো করে কেটে তরমুজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম সুপারমার্কেট রিটেইল ব্র্যান্ড চেইনশপ ‘স্বপ্ন’। ক্রেতাদের সুবিধার্থে কেটে টুকরা করে কোয়ার্টার, হাফ ও ফুল- এমন সাইজে তরমুজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ‘স্বপ্ন’।
এ বিষয়ে স্বপ্ন’র হেড অব মার্কেটিং মাহাদী ফয়সাল বলেন, সবার সুবিধার্থে আমরা ব্যাচেলর, কাপল বা ছোট পরিবার এবং বড় পরিবারের কথা চিন্তা করে তিন সাইজে কেটে টুকরা করে তরমুজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমরা ডিজিটাল মেশিনে গ্রাম হিসাবে পণ্য বিক্রি করি, তাই যার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী গ্রাম হিসাবে তরমুজ কিনতে পারবেন ক্রেতারা। ফলে, ৫০-৬০ টাকায়ও চাইলে কেউ কোয়ার্টার সাইজের তরমুজ এখন ‘স্বপ্ন’ থেকে কিনতে পারবেন।
এখন থেকে স্বপ্ন’র সব আউটলেটে গ্রাহকরা এই সেবা পাবেন। এর আগে ক্রেতাদের সুবিধার্থে ২৫০ গ্রাম বা তারও কম ওজনের গরুর মাংস গ্রাম হিসাবে বিক্রি শুরু করে ‘স্বপ্ন’।
কেএসআর/এএসএম