আগ্রহ হারানোর শীর্ষে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০২ পিএম, ২৫ মার্চ ২০২৩

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে তার থেকে বেশি। সপ্তাহজুড়ে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৫৮টি প্রতিষ্ঠান। বিপরীতে দাম কমেছে ৬৩টির।

শেয়ারবাজেরে এই দরপতনে নেতৃত্ব দিয়েছে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক। বিনিয়োগকারীরা এই প্রতিষ্ঠানের শেয়ার কিনতে খুব একটা আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম কমার শীর্ষস্থান দখল করেছে এই কোম্পানি।

গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ২৫ দশমিক ৩২ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৯ টাকা ৯০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৯ টাকা ২০ পয়সা। আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে যা ছিল ৩৯ টাকা ১০ পয়সা।

শেয়ারের এমন দাম কমা কোম্পানিটি সর্বশেষ ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০২১, ২০১৯ ও ২০১৮ সালেও কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ করে নগদ লভ্যাংশ দেয়। তবে ২০২০ সালে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয়নি।

কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯১ কোটি ৪৭ লাখ টাকা। আর শেয়ার সংখ্যা ৯ কোটি ১৪ লাখ ৭৬ হাজার। এর মধ্যে ৫৩ দশমিক ২৩ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৮ দশমিক ১১ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮ দশমিক ৬৬ শতাংশ শেয়ার আছে।

এদিকে দাম কমে যাওয়ার পরও বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ১২ লাখ ৯২ হাজার টাকার। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৭ কোটি ৪২ লাখ ৫৮ হাজার টাকা।

বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল রূপালী লাইফ ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১৫ দশমিক ৪৬ শতাংশ। ১০ দশমিক ৫৫ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স।

এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা ওরিয়ন ইনফিউশনের ৮ দশমিক ৯৩ শতাংশ দাম কমেছে। আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড-১ এর ৮ দশমিক ৫৭ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ৭ দশমিক ৯১ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৬ দশমিক ২৪ শতাংশ, ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৮০ শতাংশ, এডিএন টেলিকমের ৫ দশমিক ৬৮ শতংশ এবং মেট্রো স্পিনিংয়ের ৫ দশমিক ৩৪ শতাংশ দাম কমেছে।

এমএএস/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।