নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে রিহ্যাবের শোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ২৯ মার্চ ২০২৩

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে শোক জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

বুধবার (২৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায়, রিহ্যাবের পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

আরও পড়ুন: নূরে আলম সিদ্দিকী আর নেই

বুধবার ভোররাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান নূরে আলম সিদ্দিকী। তিনি রিহ্যাবের সদস্য প্রতিষ্ঠান ডরিন ডেভেলপমেন্টস লিমিটেডের চেয়ারম্যান ছিলেন।

সত্তরের দশকের তুখোড় ছাত্রনেতা সাবেক সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকী ছয় দফা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতির এই সাহসী সন্তানের অবদান পরবর্তী প্রজন্ম চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

ইএআর/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।