বিশ্ববাজারে টিকে থাকতে উৎপাদন বাড়াতে হবে
তৈরি পোশাক খাতের বিশ্ববাজারে টিকে থাকার জন্য উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া তিন দিনের অ্যাপারেল সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, প্রতিযোগিতাও বাড়ছে। বিশ্ববাজারে টিকে থাকতে হলে উৎপাদনও বাড়াতে হবে। ২০২১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছি। এ লক্ষ্যে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।
এ সময় প্রধানমন্ত্রী আগামী ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে পোশাক রফতানি আয় ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার বিষয়ে পোশাক উৎপাদন ও রফতানিকারক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএর লক্ষ্যকে স্বাগত জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য ৫০ কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে।
বিজিএমইএর আয়োজনে এই সামিটে ইউরোপ ও আমেরিকার শীর্ষ পর্যায়ের কূটনীতিক এবং ক্রেতা প্রতিনিধিরা যোগ দিয়েছেন।