সেইফকনে অংশগ্রহণ করেছে এসটিএল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ১৪ মে ২০২৩

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে হয়ে গেলো ‘সেইফকন ২০২৩’। অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, সেইফ এইচভিএসিআর ও পানি ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট দেশি ও বিদেশি প্রতিষ্ঠানসমূহের পণ্য ও সল্যুশন সার্ভিসেসের তিন দিনব্যাপী এই প্রদর্শনী হয়েছে ১১ থেকে ১৩ মে।

প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে দেশের অন্যতম ব্র্যান্ড প্রাণ-আরএফএলের সহযোগী প্রতিষ্ঠান সিলভান টেকনোলোজি লিমিটেড (এসটিএল)। প্রদর্শনীতে এসটিএল তাদের পাওয়ার ইকুইপমেন্ট প্রদর্শন করে। এসবের মধ্যে ছিল সিংগেল ফেজ ট্রান্সফর্মার, থ্রি ফেজ ট্রান্সফর্মার, কন্ট্রোল প্যানেল, ডিস্ট্রিবিউশন বোর্ড এবং ডামি স্টিল স্ট্রাকচার্ড বিল্ডিং।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এই প্রদর্শনীর উদ্বোধন করেন। মেলার তিনদিনে প্রায় ২০ হাজার দর্শনার্থী ঘুরে দেখেছেন সিলভান টেকনোলজি লিমিটেডের স্টল।

এ নিয়ে সিলভান টেকনোলজি লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান বলেন, উন্নত কাঁচামাল, আধুনিক মেশিন, দক্ষ জনবল ও অত্যাধুনিক প্রযুক্তির টেস্টিং সুবিধা নিয়ে পাওয়ার ট্রান্সফর্মারসহ বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন করছে সিলভান টেকনোলজি। আমাদের সুদক্ষ কর্মীরা গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য সব সময় প্রস্তুত। সরকারের বিদ্যুৎ নিরাপত্তা ও সরবরাহ নিশ্চিত করতে মহাপরিকল্পনার সহায়ক হিসাবে সিলভান টেকনোলজি বাংলাদেশ বিনির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশনের (আইইসি) স্ট্যান্ডার্ড মেনে পণ্য উৎপাদন করছে সিলভান টেকনোলজি।

প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন এসটিএলের হেড অব মার্কেটিং মো. শরিফুল ইসলাম, হেড অব সেলস ইঞ্জিনিয়ার সৈয়দ মো. জোবাইর বিন হাশেম প্রমুখ।

এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।