বাজার নিয়ন্ত্রণে ভোক্তা-অধিকারের অভিযানকে সাধুবাদ ক্যাবের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৩

বাজারে আলু, পেঁয়াজ ও ডিমের সরকারের বেঁধে দেওয়া দাম কার্যকর করতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকে স্বাগত জানিয়েছে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

রোববার (১৭ সেপ্টেম্বর) ক্যাবের তথ্য কর্মকর্তা আনোয়ার পারভেজ সই করা বিজ্ঞপ্তিতে এ সাধুবাদ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক তিনটি পণ্য আলু, পেয়াঁজ ও ডিম সরকার নির্ধারিত মূল্যে আনার জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকে ক্যাবের পক্ষ থেকে সাধুবাদ।

সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে না আসা পর্যন্ত অভিযান অব্যাহত রাখতে ক্যাবের পক্ষ থেকে দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এনএইচ/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।