প্রতিবন্ধী স্কুল এমপিওভুক্তের দাবিতে ১৫ দিন ধরে রাস্তায় শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১০ মার্চ ২০২৫
প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তের দাবিতে আন্দোলন

দেশের সব প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে ১৫ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন শুরু করছেন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার (১০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৫তম দিনের অবস্থান কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারীরা জানিয়েছেন, কোনো সমাধান না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

এ সময় আন্দোলনকারীরা ‘শিক্ষক কেন রাস্তায়, প্রশাসন জবাব চাই’, ‘এক দেশে দুই নীতি, মানি না মানবো না’, ‘চাকরি আছে, বেতন নাই, এমন কোনো দেশ নাই’, ‘আর নয় অঙ্গীকার, এবার চাই অধিকার’, ‘এমপিও ছাড়া বাড়ি ফিরবো না’ স্লোগান দেন।

কর্মসূচিতে ময়মনসিংহ থেকে আসা শিক্ষক হাফিজুল ইসলাম বলেন, ‘গত ৮ বছর ধরে একটি প্রতিষ্ঠানে শ্রম দিয়ে যাচ্ছি। কিন্তু তার বিনিময়ে কিছুই পাইনি। এখন পরিবার নিয়ে অসহায় হয়ে গেছি। এমন একটা কাজের সঙ্গে জড়িয়ে গেছি যে কাজটি ছাড়তেও পারছি না। পরিবারের জন্য ভালো কিছু করতে পারছি না। সরকার যদি আমাদের দিকে একটু সদয় হতেন, তবে আমাদের পরিবার বাঁচতো।’

নাটোর থেকে আসা মোসলেম উদ্দিন বলেন, ‘আমরা স্কুলে পড়াচ্ছি, কিন্তু পেটের দায়ে ঢাকার রাস্তায় এসে রাত কাটাতে হচ্ছে। এটা আমাদের সঙ্গে অন্যায়। আমরা শুধু আমাদের অধিকার চাই।’

শেরপুর থেকে আসা শিক্ষিকা আলেয়া বেগম বলেন, ‘আমরা ১৫ বছর ধরে বঞ্চিত হচ্ছি। সংসার একটু সচ্ছল করার জন্য স্কুলে চাকরি শুরু করেছিলাম। কিন্তু দিনের পর দিন শুধু পরিশ্রমই করে যাচ্ছি, তবে কোনো ফল পাচ্ছি না। আমরা আমাদের অধিকার আদায় না করে ঘরে ফিরবো না।’

কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দুই শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেছেন। তারা তাদের দাবি আদায়ের জন্য একত্রিত হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এএএম/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।