৪৬তম বিসিএসের বুধ-বৃহস্পতিবারের মৌখিক পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন- পিএসসি/ ফাইল ছবি

৪৬তম বিসিএসের বুধ ও বৃহস্পতিবারের (৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি) মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় ৪৬তম বিসিএসের বুধবার ও বৃহস্পতিবারের (৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি) অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষা স্থগিত করা হলো।

আরও পড়ুন
২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সূচি প্রকাশ 
শিক্ষার প্রসার-টেকসই উন্নয়ন ঘটে খালেদা জিয়ার আমলে 

স্থগিত এ দুইদিনের মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে যথাসময়ে জানানো হবে বলেও জানিয়েছে পিএসসি।

গত ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ৪ হাজার ৪২ জন। এরমধ্যে লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে পাস করেন ২ হাজার ৩৩৬ জন এবং কারিগরি বা পেশাগত ক্যাডারে ৭৩৮ জন।

এছাড়া সাধারণ এবং কারিগরি বা পেশাগত- উভয় ক্যাডারে ৯৬৮ জন পাস করেন। তারাই মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

এএএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।