অ্যাস্ট্রো-অলিম্পিয়াড শুরু ১১ জুলাই, বিজয়ীরা যাবেন রাশিয়ায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ০৩ জুলাই ২০২৫
অ্যাস্ট্রো-অলিম্পিয়াড শুরু ১১ জুলাই/ছবি-সংগৃহীত

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের ২০তম আসরের প্রাথমিক বাছাই শুরু হবে আগামী ১১ জুলাই। এ প্রক্রিয়া চলবে ২১ জুলাই পর্যন্ত। ১৪-১৮ বছর বয়সী স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এ প্রতিযোগিতার আয়োজন করে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ১৪-১৮ বছর বয়সী স্কুল এবং কলেজপর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজিত এ অলিম্পিয়াডে বিভাগীয় শহর ও জেলা শহরগুলোতে প্রথম রাউন্ড থেকে বাছাইকৃত ৩০০ শিক্ষার্থীকে নিয়ে দ্বিতীয় রাউন্ড বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সর্বশেষ তৃতীয় রাউন্ড বা ক্লোজড ক্যাম্প। শেষ দিনে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা থেকে প্রথম পাঁচজন প্রতিযোগীকে বাছাই করা হবে।

তারা আগামী ২০-২৭ সেপ্টেম্বর রাশিয়ায় হতে যাওয়া ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এছাড়া ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আসরেও তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

আবেদন করতে পারবে যারা
১৪ থেকে ১৫ বছর বয়সী স্কুল-কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রী, যাদের জন্ম ২০১০-২০১১ সালের মধ্যে তারা জুনিয়র গ্রুপে। ১৬ থেকে ১৮ বছর বয়সী স্কুল-কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রী। যাদের জন্ম ২০০৭-২০০৯ সালের মধ্যে তারা সিনিয়র গ্রুপ।

প্রাথমিক বাছাই বা প্রথম রাউন্ড পরীক্ষা ১১ থেকে ২১ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ফি ১০০ টাকা। এ ফি পাঠাতে হবে বিকাশ নম্বর ০১৯১৫-৬৫৩৬০৭।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান ও অ্যাপেক্স ফুটওয়্যারের সহকারী মহাব্যবস্থাপক (মার্কেটিং) রায়হান কবির। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন।

এএএইচ/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।