স্কুল-কলেজ-মাদরাসা

গভর্নিং বডিতে যুক্ত হতে চান তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরাও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ০৭ অক্টোবর ২০২৫
বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বা গভর্নিং বডিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ এ দাবি জানিয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) এ দাবিতে শিক্ষা উপদেষ্টা বরাবর লিখিত আবেদন করেছে সংগঠনটি। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জাফর আলী এ আবেদন জমা দেন।

আরও পড়ুন
‘নজিরবিহীন’ বিজ্ঞপ্তির পর পদত্যাগ করলেন মাউশির ডিজি
‘শিক্ষকের যেন ক্ষুধা নেই, সংসার নেই, সন্তান নেই’

আবেদনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় ২০১৩ সালে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদরাসা) তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকরি বিধিমালা ২০১২’ প্রণয়ন করে। এ বিধিমালা অবিলম্বে কার্যকর করার কথা উল্লেখ করা হলেও এক যুগ পার হলেও তা কার্যকর হয়নি। বিধিমালায় তফসিল-২ এর ক, খ, গ-তে উল্লেখ করা হয় যে, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের দ্বারা নির্বাচিত একজন কর্মচারী প্রতিনিধি পরিচালনা পর্ষদ বা গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত করা হবে।

এতে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারী নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় সংস্কার করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকরি বিধিমালা ২০১২’ বাস্তবায়ন ও পরিচালনা পর্ষদ বা গভর্নিং বডিতে একজন কর্মচারী প্রতিনিধি অন্তর্ভুক্তি করার দাবি জানাচ্ছি।

এএএইচ/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।