স্কুল-কলেজ-মাদরাসা

জাল সনদে কর্মরত আরও ২৫৬ শিক্ষক, বেতন-ভাতা ফেরতের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬

বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসায় জাল সনদে কর্মরত ২৫৬ শিক্ষকের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে জমা দেওয়া হয়েছে। তাদের নেওয়া বেতন-ভাতার অর্থ ফেরতের সুপারিশ করা হয়েছে।

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) পরিচালক সাইফুল ইসলামের সই করা এ সংক্রান্ত একটি তালিকা সম্প্রতি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তালিকা পর্যালোচনায় দেখা যায়, স্কুল-কলেজে কর্মরত ১২৪ জনের কম্পিউটার সনদ জাল। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদ জাল করেছেন ৭৮ জন। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠানে কর্মরত ৫৪ জনের সনদ জাল বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানে ১১৭২ জাল সনদধারী শিক্ষক শনাক্ত, বেশি রাজশাহীতে

এর আগে গত ৩ ডিসেম্বর ১ হাজার ১৭২ জন জাল সনদধারী শিক্ষকের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল পরিদর্শন ও নিরীক্ষা আধিদপ্তর। সেই তালিকায় সবচেয়ে বেশি জাল সনদধারী শিক্ষক ছিল রাজশাহী বিভাগের জেলাগুলোতে। বিভাগটিতে ৭৭৯ জন জাল সনদধারী শিক্ষক শনাক্ত করা হয়।

>> কম্পিউটার সনদ জালকারী শিক্ষকদের তালিকা

>> শিক্ষক নিবন্ধনের জাল সনদধারী শিক্ষকের তালিকা

>> মাদরাসার জাল সনদধারী শিক্ষকদের তালিকা

এএএইচ/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।