ঢাবির শূন্য আসনে ভর্তিতে দরখাস্ত আহ্বান


প্রকাশিত: ০৩:১৪ এএম, ০৮ জানুয়ারি ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শূন্য আসন পূরণের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। মেধাক্রম ০১ থেকে ৩৫০০ প্রার্থীদের মধ্য থেকে ছয়টি বিভাগের সীমিত সংখ্যক আসনে ভর্তির জন্য এ আহ্ববান জানানো হয়।

বুধবার ঢাবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিভাগ ছয়টি হলো তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ফারসি ভাষা ও সাহিত্য, উর্দু, সংস্কৃত এবং পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রার্থীদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে কলা অনুষদের ডিন বরাবর দরখাস্ত জমা দিতে হবে। সাক্ষাৎকার হবে ১৮ জানুয়ারি সকাল ৯টায় কলা অনুষদের ডিন অফিসে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ও ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি সঙ্গে আনতে হবে।

কোনো কারণে প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি আনতে ব্যর্থ হলে প্রার্থীকে নির্ধারিত জরিমানা দিয়ে সাক্ষাৎকারে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে বিজ্ঞপ্তিতে বিশেষভাবে বলা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।