সনদের দাবিতে আন্দোলনে যাচ্ছে কওমি
শিক্ষা সনদের দাবিতে আন্দোলনে যাচ্ছে কওমি শিক্ষা সনদ স্বীকৃত বাস্তবায়ন পরিষদ। এ দাবি আদায়ে নানা কর্মসূচি ঘোষণা করেছে তারা।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সদস্য সচিব মাওলানা ইয়াহইয়াহ মাহমুদ।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১৩ অক্টোবর সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কওমি মাদরাসা ছাত্র/শিক্ষকদের মানববন্ধন এবং ১৪ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী দেশের বিভিন্ন অঞ্চলে মানবন্ধন, গণসংযোগ ও গোলটেবিল বৈঠক।
কর্মসূচি ঘোষণা করে ইয়াহইয়াহ মাহমুদ বলেন, ‘এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদসার ২০ লাখ শিক্ষার্থীর হৃদয়ে কথা উপলব্দি করে কওমি শিক্ষা সনদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রও মন্ত্রীও এ ব্যাপারে ইতিবাচক বক্তব্য দিয়েছেন।
কিন্তু আমরা গভীরভাবে লক্ষ্য করছি, বেফাকের ছদ্মাবরণে রাজনীতি সংশ্লিষ্ট কতিপয় ব্যক্তি এই মহৎ উদ্যোগের বিরোধীতা করছেন। কওমি মাদরাসার ২০ লাখ শিক্ষার্থীর প্রাণের দাবিকে তারা উপেক্ষা করে নোংরা রাজনৈতিক খেলা খেলতে চাচ্ছেন।
তিনি বলেন, আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দেশের কওমি মাদরাসার ২০ লাখ শিক্ষার্থীর প্রাণের দাবি শিক্ষা সনদ দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন।
সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন- কওমি মাদরাসা শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা মুফতি মোহম্মদ আলী, মুফতি ইব্রাহিম, মাওলানা দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সদরউদ্দিন মাকনুন, সদস্য মুফতি ফয়জুল্লাহ আমান প্রমুখ।
এএসএস/এমএমজেড/পিআর