স্নাতক প্রথম বর্ষে ভর্তির সময় বৃদ্ধি


প্রকাশিত: ০৯:৩৯ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যলয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ২য় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে ২য় মেধা তালিকায় ফল প্রকাশিত হয়। ভর্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। রোববার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।