‘ভুলে ভরা পাঠ্যবই, সঠিক পড়তে যাবো কই’


প্রকাশিত: ০৬:১৩ এএম, ১৪ জানুয়ারি ২০১৭

‘ভুলে ভরা পাঠ্যবই, সঠিক পড়তে যাবো কই’ সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি এই প্রশ্ন রেখে পাঠ্যবইয়ের ভুল শোধরানোর  দাবি জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

বোয়াফের প্রতিষ্ঠাতা কবীর চৌধুরী তন্ময় বলেন, তথ্য বিকৃতি ও বাক্য গঠনের ভুলগুলো শুধু অদক্ষতাই নয়, এটি বড় অপরাধ যা ভবিষ্যত প্রজন্মের শিক্ষার মেরুদণ্ড ধ্বংসের ষড়যন্ত্র। এছাড়া পঞ্চম শ্রেণিতে অধ্যাপক হুমায়ূন আজাদের ‘বই’ শিরোনামের কবিতাটি বাদ দেওয়ার মাধ্যমে তা আরো স্পষ্ট  হয়েছে।

শিক্ষামন্ত্রীর সমালোচনা করে তন্ময় বলেন, ভুল ছোট হোক আর বড় হোক, তা ভুলই যা জাতির প্রশ্নে অপরাধ। তথ্য বিকৃতির মাধ্যেমে কোমলমতি প্রজন্মের বিকৃত ভবিষ্যত গড়াও একটি ষড়যন্ত্র যা আপনি ও আপনার মন্ত্রণালয় কোনোভাবে দায় এড়াতে পারে না। শুধু ওএসডি বা লঘু শাস্তিই কাম্য নয়, জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি, ভুল সংশোধন ও সাম্প্রদায়িকতা মুক্ত বই সবার দাবি।

বোয়াফের সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, ভবিষ্যত সুনাগরিক গঠনে যারা ষড়যন্ত্র করবে, যারা মৌলবাদ-সাম্প্রদায়িক ষড়যন্ত্রে লিপ্ত থাকবে তাদের চিহ্নিত করে বিচারের কাটগড়ায় দাঁড় করাতে সদা প্রস্তুত জাতির নতুন প্রজন্ম। দুর্বার আন্দোলনের মাধ্যেমে সকল অপশক্তির বিনাশ করতে হবে।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি আবদুল খালেক, বোয়াফের প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

এএস/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।